পুলিশ হত্যাচেষ্টা মামলার দুই আসামি/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১২ সদস্যরা। রোববার (২৯ জানুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলির গ্রামের আব্দুল লতিফের ছেলে শাকিল (৩০) এবং সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কোমরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুজা (৩৫)।
র্যাব-১২ এর সিইও মো. শাহাবুদ্দিন খান জানান, দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিলেন শাকিল।
রোববার শাকিল, সুজাসহ পাঁচজনের একটি দল প্রাইভেটকারে করে গাছপাড়ায় আমিরুল নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করে। এ সময় আমিরুল বাঁচলেও তার দোকানে থাকা দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুলি করে পালানোর সময় পাবনার একদন্ত ডেঙ্গার গ্রামে পুলিশ তাদের প্রাইভেটকার থামানোর চেষ্টা করে। এ সময় তারা আটঘরিয়া থানার এসআই মনিরুল করিম ও তোফাজ্জল হোসেনকে গুলি করে পালিয়ে যান।
এসময় তাদের ফেলে যাওয়া প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি শ্যুটারগান, তিনটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটঘরিয়া থানায় পুলিশ হত্যা চেষ্টা ও অস্ত্র মামলা দায়ের করা হয়। রোববার ভোরে মামলার অপর আসামি শরিফ পাবনার দেবোত্তরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।