ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী নগর ভবন এলাকায় আবারও ২ দোকানে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
রাজশাহী নগর ভবন এলাকায় আবারও ২ দোকানে চুরি

রাজশাহী: রাজশাহী নগর ভবন এলাকায় আবারও দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে রোববার (২৯ জানুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে সংশ্লিষ্টরা বিষয়টি টের পান।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এসআই প্রদীপ কুমার জানান, নগর ভবনের পাশে শাহ মখদুম টায়ার অ্যান্ড ভালকানাইজিং শপ ও রুকু ভ্যারাইটি স্টোরে এই চুরির ঘটনা ঘটেছে। দুই প্রতিষ্ঠানের মালিক জানিয়েছেন, সব মিলে তাদের চার লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এর মধ্যে শাহ মখদুম টায়ার অ্যান্ড ভালকানাইজিং শপে চার লাখ সাত হাজার টাকার টায়ার চুরি হয়। এছাড়া রুকু ভ্যারাইটি স্টোরে ১৩ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। বর্তমানে তারা চুরি যাওয়া মালামালের বর্ণনা দিয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা হলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান, এসআই প্রদীপ কুমার।

এর আগে গত বছরের ৬ নভেম্বর রাতে নগর ভবন এলাকার ‘ইব্রাহীম মটরস’ ও ‘নিউ আলিম ব্যাটারি’ নামের দু’টি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দুই দোকান থেকে প্রায় ৩৭ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে দাবি করে থানায় মামলা করেন মালিকরা।

তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।