সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এর আগে জেলা প্রশাসনের চত্বর একটি র্যালি বের হয়।
ৠালি শেষে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুহ. বেলায়েত হোসেন। এসময় বক্তব্য রাখেন- নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলিপ কুমার বণিক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।