সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে মেঘনার চর নিজাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, কবির (৩৪), আসলাম (৪৫), আমজাদ (২৮), আক্তার (২৫), জামাল (২২), ইসমাইল (৩২), এসহাক (২৮), আজাহার (৪৫), গাফ্ফার (২২), এসহাক-২ (৪৫), হাবিবুল্লা (৩৫), হযরত (১৫) কালাম (১৬), হাই (৪০) ও ইসমাইল (৩০)।
এদের মধ্যে ইসলামকে ভোলা সদর এবং বাকীদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত জেলেরা জানান, মেঘনার চর নিজাম এলাকায় মান্নান মাঝিসহ অন্য জেলেরা ইলিশ শিকারের উদ্দেশে জাল পাতেন। এ সময় একই স্থানে আবু মাঝি গ্রুপ তাদের জাল পাততে গেলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৫ জনকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে আহত কবিরের অভিযোগ, প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে তাদের আহত করেছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ