ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
 কাপ্তাইয়ে দেয়াল ধসে ২ জনের মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বান্দরবান-রাজস্থলী সড়ক সংলগ্ন মতিপাড়া বৌদ্ধ বিহারের মাটির দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মতিপাড়া মাটির দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেনিহতরা হলেন-চাইসুইমং মারমা (৬০) ও মংকেওসিং মারমা (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই বৌদ্ধ বিহারের পুরনো মাটির মন্দির সংস্কার কাজ চলছিল।

হঠাৎ মাটির দেয়াল ধসে পড়লে ওই দুই শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়ামং মারমা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।