প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে `সমন্বিত ক্ষুদ্র সেচ নীতিমালা, ২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বিদ্যমান পানি সম্পদের পরিমিত ব্যবহার নিশ্চিত করা, সেচ কাজে পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানি সম্পদের উন্নয়ন করা, পানি সম্পদদের এফিশিয়েন্ট ব্যবহারের উদ্দেশ্য নিয়ে এই নীতিমালা করা হয়েছে।
‘এলাকাভিত্তিক আলাদা সেচ ব্যবস্থাকে একটু সিস্টেমে আনার জন্য দু’টি কমিটি করা হয়েছে। ’
উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যানসহ ১৬ জন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী মিলে ১৬ জনের কমিটি গঠন করা হয়েছে, তারা সুপারভিশন করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমআইএইচ/পিসি