সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সমাবেশ/ ছবি: বাংলানিউজ
সিলেট (শাবিপ্রবি): সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশে মিলিত হন।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ নবিউল আলম।
এ সময় বক্তারা সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী পুলিশ সদস্যদের কঠোর শাস্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরআইএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।