ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বাগেরহাটে শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির উদ্বোধন বাগেরহাটে শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির উদ্বোধন

বাগেরহাট: বাগেরহাটে শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলা অফিস প্রাঙ্গনে এ সমিতির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আঞ্চলিক পরিচালক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (খুলনাঞ্চল) টি এম জাকির হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।