সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলা অফিস প্রাঙ্গনে এ সমিতির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আঞ্চলিক পরিচালক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (খুলনাঞ্চল) টি এম জাকির হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি