এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোসায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান, লেফটেন্যান্ট রেদোয়ান হোসেন প্রমুখ।
উপজেলার ৩৫০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ।
বক্তারা বলেন, কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ দক্ষিণ জোন ২০০২ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে বিভিন্ন কল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধরাবাহিকতায় কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের এরকম জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ