সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেজ লাউঞ্জে অনুসন্ধান কমিটি মতবিনিময় সভা শুরু হয়।
সভায় যাদের চিঠি নিয়ে দাওয়াত দেওয়া হয়েছিলো তাদের সবাই উপস্থিত হয়েছেন।
এর মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ৪টা ২৫ মিনিটে উপস্থিত হন।
এর আগে ‘সার্চ কমিটির সিদ্ধান্ত অনুসারে নাম চেয়ে শনিবারই (২৮ জানুয়ারি) রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠানো হয়। একইদিন বিশিষ্ট নাগরিকদের নিমন্ত্রণ দেওয়া হয়।
সভায় যাদের দাওয়াত দেওয়া হয়েছিলো তারা হলেন- হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবদুর রশিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএমএ ফায়েজ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং সাবেক মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা।
**নাম চেয়ে চিঠি, বিশিষ্ট নাগরিকদের ‘নিমন্ত্রণ’
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ইএস/বিএস