ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডাকটিকিট ও খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ডাকটিকিট ও খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৭’ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি পিআইডি

ঢাকা: দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহরও উন্মোচন করেন তিনি।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) উদযাপিত আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম (ফার্স্ট ডে কাভার) এবং ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উন্মোচন করেন।

শোক প্রস্তাব

প্রয়াত মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীর মৃত্যুতে শোক প্রস্তাব করেছে মন্ত্রিসভা। আগরতলা মামলার আসামি হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে কারাবরণকারী মাহফুজুল বারী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জানুয়ারি (সোমবার) রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন

মন্ত্রিসভায় ২০১৬-১৭ সালের অক্টোবর-ডিসেম্বর মাসের মন্ত্রিসভা বৈঠক সম্পর্কে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমআইএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।