এ ঘটনায় সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের বান্নিরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
মানিক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়াগোলাহাট মহল্লার নুর ইসলাম বাবুর ছেলে এবং আজাদ একই মহল্লার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, মানিক ও আজাদ একটি চোরাই হিরো স্পিলিন্ডার ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে রোববার গভীর রাতে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে পার্বতীপুরের দিকে আসছিলেন। পথে উপ পরিদর্শক (এসআই) এমআর সাঈদের নেতৃত্বে একদল টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ