সোমবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গ্রন্থমেলা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।
এসময় বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের প্রখ্যাত গবেষক ও রবীন্দ্র অনুবাদক ডং ইউ চেন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ, ভারতের চিন্ময় গুহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।
এবারের বই মেলার অন্যতম উল্লেখযোগ্য দিক হিসেবে আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলনকে উল্লেখ করছেন আয়োজকরা। সম্মেলনের দ্বিতীয় দিন ২ ফেব্রুয়ারি দেশের ৬ জন বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবীকে ‘আর্ন্তজাতিক সাহিত্য সম্মাননা ২০১৭’ দেওয়া হবে। সম্মেলনে ৭টি দেশের মোট ২৭ জন কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।
গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশকে ১২টি চত্বরে সজ্জিত করা হয়েছে। একাডেমি প্রাঙ্গণে ৮০টি প্রতিষ্ঠানকে ১১৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২৯টি প্রতিষ্ঠানকে ৫৪৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার বর্গফুট আয়তনের ১৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
১০০টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বর্ধমান হাউজের দক্ষিণ পার্শ্বে লিটল ম্যাগাজিন কর্নারে। গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০ শতাংশ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে পুরো মাস বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭/আপডেট ০৪০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১
এমএন/বিএস/এইচএ/