সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় দাপুনিয়া হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল নাজমুল হোসাইন জানান, রোববার (২৯ জানুয়ারি) সকালে কলেজে যাওয়ার পথে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের কসাইবাড়ি মোড়ে স্থানীয় আব্দুল কাদিরের বখাটে পুত্র সারোয়ার হোসেন ও তার সহয়োগী ৭/৮ জন বন্ধু মাইক্রোবাসে করে সেতুকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সেতুর বড় ভাই সাগর বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীরা সোমবার দুপুরে সড়ক অবরোধ করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, অপহৃতকে উদ্ধারে ৩ দিনের সময় নেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণকারীদের গ্রেফতারের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএএএম/এমজেএফ