ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১২৫ কেজি গাঁজাসহ হারুনুর রশিদ (৩২) নামে এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সেলিম নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
হারুনুর রশিদ জয়পুরহাট জেলার দক্ষিণ বুলুপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম বাংলানিউজকে জানান, সকালে কুড়িগ্রাম থেকে রংপুরগামী (ঢাকা মেট্রো-ট-১৪৫৯৩২) একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ট্রাক চালক হারুনুর রশিদকে আটক করা হয়।
এ ঘটনায় হারুনুর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।