সোমবার (৩০ জানুয়ারি) উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার মুনছুরের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সদর পৌরসভার শিবপুর গ্রামের জহিরুলের দ্বিতীয় স্ত্রী আয়েশা চার বছরের শিশু কন্যা সাদিয়াকে নিয়ে কৃষ্ণপুরা গ্রামের মুরাদের বাড়িতে ভাড়া থাকেন।
২৮ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে শিশুটিকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং এলাকায় দুই দিনব্যাপী মাইকিং করা হয়।
সোমবার সকালে ওই পুকুরে শিশু সাদিয়ার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, শিশু মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
জিপি/এমজেএফ