এসময় নড়াইল-কালিয়া সড়কের গোপালপুর-দিঘলিয়া এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
ইজিবাইক বহুমুখী সমবায় সমিতি নড়াইল-কালিয়া সড়কের সভাপতি ওহিদ মৃধা ও সাধারণ সম্পাদক ইসমাইল সিকদার অভিযোগ করে জানান, নড়াইল-কালিয়া সড়কে ইজিবাইক চলাচলে বাস মালিক সমিতির লোকজন তাদের বাধা দেয় এমনকি যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে গাড়ি থেকে নামিয়ে দেয়।
বিভিন্ন সময়ে জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্যদের কাছে বিষয়টি জানিয়েও কোন লাভ না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএসকে/আরএ
** নড়াইল-কালিয়া সড়ক অবরোধ