ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নানা-নানির জিম্মায় আশকোনার শিশু সাবিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
নানা-নানির জিম্মায় আশকোনার শিশু সাবিনা

ঢাকা: দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেলো রাজধানীর দক্ষিণখানের আশকোনা জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফেরণে আহত শিশু সাবিনা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে ছাড়পত্র দেন।

দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসা দেওয়া হয় তাকে।

পরে বার্ণ ইউনিটের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। ওখানে চিকিৎসা শেষে শিশুটি বর্তমানে সুস্থ।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে গেছে। শিশুটির নানা-নানীর জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা হাজী ক্যাম্পের পাশে জঙ্গির আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখানে গ্রেনেড বিস্ফোরণে আহত হয় শিশু সাবিনা।

পরে চিকি‍ৎসার জন্য শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।