সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার আড়কাটিয়া গ্রামে বিবদমান জমিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামের আজাহার আলীর ছেলে শাহাদৎ হোসেনকে (৩৫) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন-ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামের সিরাজুল সরকারের স্ত্রী জামেলা খাতুন (৬০), ভুলু সরকার (৬০), তার স্ত্রী শেফালী খাতুন (৫৭), ভুলু সরকারের ছেলে মুকুল সরকার (৪৫), সিরাজুল সরকারের ছেলে রঞ্জু মিয়া (৩৫), পন্ডিত আলী সরকারের স্ত্রী মালেকা খাতুন (৪০), সোবাহান সরকারের স্ত্রী জমিলা খাতুন (৫০), আব্দুস ছামাদ মণ্ডলের স্ত্রী ময়না খাতুন (৪৫), আব্দুর রহমানের ছেলে সাহেব আলী সরকার (৫০), জালাল উদ্দিন সরকারের ছেলে গাফ্ফার সরকার (৫০), ভুলু সরকারের ছেলে তোফাজ্জল হোসেন (৪০), চাঁদতারা সরকারের স্ত্রী ফোলেরা খাতুন (৪০) ও নাটাবাড়ি গ্রামের জয়নাল প্রামাণিকের ছেলে মজনু মিয়া (৩৫)।
আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আড়কাটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ভুলু সরকার ও সিরাজুল সরকারের মধ্যে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সোমবার বিকেলে বিবদমান জমির দখল নিতে যান ভুলু সরকার ও তার লোকজন।
এ সময় সিরাজুল সরকার ও তার লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শাহাদৎ হোসেনকে আটক করা হয়। এছাড়া হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ