ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৬০ টাকায় ‘ফাইভ-ডি মুভি’ ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থিম পার্কে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
৬০ টাকায় ‘ফাইভ-ডি মুভি’ ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থিম পার্কে  ‘ফাইভ-ডি মুভি’ ব্যানার/ ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের বাজার বাসস্ট্যান্ডের নিউমার্কেটের চার তলায় ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থিম পার্কে ৮৩টি ফাইভ ডি মুভির মধ্যে যে কোনো একটি মুভি মাত্র ৬০ টাকায় দেখতে পাবেন যে কেউ।

এছাড়া একসঙ্গে ১৬টি টিকিট কিনলে ফ্রি পাওয়া যাবে ৪টি। ছোট বড় সবাই তাদের ইচ্ছেমতো বিনোদন খুঁজে নিচ্ছে এখানে।

   

যান্ত্রিক জীবন যাপন থেকে একটু বেড়িয়ে আসতে, ভিন্ন মানের অভিজ্ঞতা নেয়ার জন্য এটা হতে পারে এক নতুন অধ্যায়। এখানে কিছু সময়ের জন্য যেন হারিয়ে যাওয়া যায় অন্য এক জগতে। ভয়, আনন্দ এবং উত্তেজনার মধ্য দিয়ে দারুণ কিছু সময় কেটে যায় এ পার্কটিতে। সেই সাথে এখানে চালু আছে পুল গেম। পাশেই রয়েছে মান সম্মত খাবারের জন্য ফুডকোর্ট।

ফ্যান্টার্সি ওয়ার্ল্ডের দায়িত্বে থাকা মো. জহিরুল ইসলাম (ইঞ্জিনিয়ার) বাংলানিউজকে বলেন, আমরা সবসময় এখানে ঘুরতে আসা সবাইকে সবোর্চ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করে থাকি। কেউ এক সঙ্গে ১৬টি টিকিট কিনলে ৪টি টিকিট ফ্রি দেওয়া হয়। সব শ্রেণীর পেশার মানুষের কথা মাথায় রেখেই আমাদের পার্কের এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।