ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে পাঁচ দোকানির জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে পাঁচ দোকানির জরিমানা তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে পাঁচ দোকানির জরিমানা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে সোমবার (৩০ জানুয়ারি) পাঁচ দোকানিকে জরিমানা করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ অনুসারে তামাক পণ্যের বিক্রয় কেন্দ্রে যে কোনো উপায়ে বিজ্ঞাপন নিষিদ্ধ।

অথচ তামাক কোম্পানিগুলো দোকানদের আইনের ভুল ব্যাখ্যা দিয়ে অবাধে বিজ্ঞাপন প্রদর্শন করে চলেছে।

তাই আইন লঙ্ঘন কমাতে জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস ও অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় রাজশাহী প্রেসক্লাব, বড় মসজিদ এবং হোটেল ওয়ারিসনের সামনের বেশকিছু দোকানে অভিযান চালিয়ে অবৈধ বিজ্ঞাপন ধ্বংস করা হয়।  

এছাড়া দোকানের সামনে প্রদর্শিত খালি মোড়কের আদলে সাজানো প্যাকেট, ডেস্ক লিফলেট, ডালা প্রভৃতির বিজ্ঞাপন থাকায় পাঁচ জন দোকানিকে ৫শ' টাকা করে মোট ২ হাজার ৫শ' টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

মোবাইল কোর্ট পরিচালনার সময় রাজশাহী সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামসুজ্জামান, এসিডির অ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।