সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রিদওয়ান যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে; পড়তো নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে।
নিহতের চাচাতো ভাই সুমন বাংলানিউজকে বলেন, বাসার সামনে স্থানীয় বখাটে সন্ত্রাসী আল-আমীন (২৮) তাকে ছুরিকাঘাত করেন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে, তারপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানেন না বলে জানান সুমন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেডএস/জিপি/আইএ