সোমবার (৩০ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়েছে বলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি বাংলানিউজকে জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের সহকারী পরিচালক মো. নুরুল হুদা মোতাহার হোসেন মোল্লাকে আখাউড়া সদর থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে অগ্রণী ব্যাংকে ভুয়া ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে অর্থ উত্তোলনের অভিযোগে খাগড়াছড়ির ঠিকাদার ব্যবসায়ী অমলেন্দু চাকমাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মো. আবুল বাশার খাগড়াছড়ি সদর থেকে তাকে গ্রেফতার করেন।
জানা যায়, ২০১২-১৩ অর্থ বছরে মাটিরাঙ্গা উপজেলায় সেতু নির্মাণ প্রকল্পের টেন্ডারে অমলেন্দু অগ্রণী ব্যাংকে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ৩ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করেন।
এই অভিযোগে দুদক খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানায় ২০১৫ সালের ১৩ আগস্ট মামলা দায়ের করে। মামলা নম্বর ০১।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০,২০১৭
এসজে/আরআর/আরআই