ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘পুলিশ না থাকলে হয়তো আমাদের সাইজ-টাইজ করতে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
‘পুলিশ না থাকলে হয়তো আমাদের সাইজ-টাইজ করতে পারে’

ঢাকা: আদালতে পুলিশ না থাকলে হয়তো আইনজীবীদের সাইজ করা হতে পারে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

সোমবার (৩০ জানুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। এ সময় বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত প্রাঙ্গনে অনেক পুলিশ সদস্যকে দায়িত্বরত অবস্থায় দেখা যায়।

শুনানির সময় এতো পুলিশ থাকা নিয়ে প্রশ্ন তোলেন খালেদার আইনজীবীরা।

এ প্রশ্নের উদ্দেশ্য জানতে চেয়ে পরে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

তিনি বলেন, ‘আদালতের ভেতরে পুলিশ থাকবে না। কেন থাকবে না। পুলিশ তাদের কি ক্ষতি করলো? পুলিশ কি আচরণ করলো? কি কারণে পুলিশের বিরুদ্ধে তাদের বিষোদগার, আমরা তো বুঝি না। জনগণের বন্ধু পুলিশ, সেটি তাদের ভালো লাগে না। তারা না থাকলে আমাদেরকে হয়তো সাইজ-টাইজ করতে পারে। যেজন্যই পুলিশকে চলে যেতে বলছেন। জানি না তাদের কি উদ্দেশ্য?’
 
আদালত চলাকালে এক পর্যায়ে নিরাপত্তা চান দুদকের পক্ষের এই আইনজীবী। কেন তিনি নিরাপত্তা চেয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘তারা অনেক আইনজীবী আদালতে আসেন। একজন সিনিয়র বলেন, তারপর আরেকজন, তারপর আরেকজন সিনিয়র আসেন। সব সিনিয়রদের বলা শেষ হয়ে গেলে জুনিয়ররা বলেন। সবার বলা শেষ হলে আবার একজন আসেন মানবিক দিকগুলো বলতে। এভাবে ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকেন আদালত। তাহলে নিরাপত্তা ছাড়া আমরা কি বলবো, বলেন?’
 
তিনি আরো বলেন, ‘আদালত বার বার খালেদা জিয়ার বয়সের কথা জিজ্ঞাসা করেছেন। তিনি বয়সের কথা বলেননি এবং এক পর্যায়ে তিনি নিজেই উঠে দাড়িয়ে বলেছেন, আমি আজকে প্রস্তুত না। আপনি আমাদের সময় দেন। সারাদিন ধরে এই সাপ-লুডুর খেলা চলেছে’।
 
দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে তার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) পুনর্নির্ধারণ করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
জেডএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।