গত বছরের ৭ ফেব্রুয়ারি কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ মারা যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।
কোনো কারণে পদ শূন্য হওয়ার তিন মাস আগে, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মারা গেলে পরবর্তী তিন মাস এবং সদস্য মারা গেলে দুই মাসের মধ্যে উপ-নির্বাচন দেওয়া বিধি থাকলেও গত ১৩ মাসে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানান, উপজেলা চেয়ারম্যান মারা যাওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, অনেক কাজে স্থবিরতা এসেছে।
সূত্র মতে, বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদগুলোতে উপ-নির্বাচন দিতে গত বছর নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচনী বিধিমালায় কিছু সংশোধন আনা হচ্ছে। যে কারণে শূন্য পদে নির্বাচন দেরি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এটি