ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে ‘ভারতীয় ক্লাসিক্যাল ড্যান্স’ ৪ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ঢাবিতে ‘ভারতীয় ক্লাসিক্যাল ড্যান্স’ ৪ ফেব্রুয়ারি ঢাবির লোগো

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ‘ভারতীয় ক্লাসিক্যাল ড্যান্স সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি (শনিবার)। এ দিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হবে।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল যৌথভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করেছে।

সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ ও মেধাবী নাচিয়েরা নাচ ওই অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মক্ত থাকবে। সবাইকে অনুষ্ঠান উপভোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।