সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সানুহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাচেন ভানু সানুহার গ্রামের আদম আলী খানের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে হাচেন ভানুর ছোট মেয়েকে নিয়ে ইজিবাইকে করে উপজেলা সদরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় হাচেন ভানুর গায়ে থাকা চাদর ইজিবাইকের চাকার সঙ্গে পেচিয়ে গলায় ফাঁস লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সভ্যসাচী দাস মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএস/এনটি