সোমবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
এসময় শহরের ট্রাংক রোডের রাজ্জাক মেডিকেল হলকে ২০ হাজার, স্টেশন রোডের আতিক ড্রাগহাউজকে ১০ হাজার, স্বপন ফার্মেসিকে ১০ হাজার, সাফিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, ওষুধ ব্যবসা নিয়ে কোনো অনিয়মের ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন।
অভিযানকালে উপস্থিত ছিলেন- সময় জেলা প্রশাসনের আরও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার সালাম ও জনাব নাসরিন চৌধুরী, ড্রাগ সুপারিন্টেনডেন্ট সালমা সিদ্দিকা।
বাংলাদেশ সময়: ২০১৬ গণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি