ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তিন ইস্যুতে ঢাকায় আসছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
তিন ইস্যুতে ঢাকায় আসছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

ঢাকা: তিনদিনের সফরে ১ ফেব্রুয়ারি বিকেলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা।

ঢাকায় ফিলিস্তনি দূতাবাসের এক কর্মকর্তা সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে জানিয়েছেন, তিন ইস্যুতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন তিনি।

প্রথমত দেশটির পশ্চিম তীরে ইহুদি বসতিতে আরও আড়াই হাজার বাড়ি নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশকে পাশে চায় ফিলিস্তিন।

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর এই নীতিতে তিনি সমর্থন দিয়েছেন।

দ্বিতীয়ত জেরুজালেমে মার্কিন নতুন দূতাবাস খোলার যে ঘোষণা ট্রাম্প সম্প্রতি দিয়েছেন তার বিরুদ্ধেও বাংলাদেশ যেন সোচ্চার হয় এ আহ্বান জানাবেন মাহমুদ আব্বাস।
 
মুখপাত্র বলেন, জ্বালানি খাতে ফিলিস্তিন বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এ বিষয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করা হবে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে সঙ্গে।
 
তিনদিনের সফরে দ্বিতীয় দিন মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়াও মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন।
 
সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন মাহমুদ আব্বাস। এর আগে, ২০১৬ সালে ফেব্রুয়ারিতে জর্ডান থেকে জাপান যাত্রার পথে যাত্রা বিরতি করেছিলেন তিনি।

জানা যায়, পাকিস্তান সফর শেষে ঢাকায় আসছেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মাহমুদ আব্বাসের প্রতিনিধিদলে থাকছেন।

সফর শেষে ফিলিস্তিনের রাষ্ট্রপতি আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।