ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৩ গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৩

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া ও সদর উপজেলার উলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া এবং দুপুর ২টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুইটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের ফকির শেখের ছেলে হিটলার শেখ (৩৫), কাশিয়ানী উপজেলার সদরের আমির আলি (৬৫), সদর উপজেলার উলপুরে কমল বিশ্বাস (৬৫) ও নড়াইল জেলার জয়নগর গ্রামের মৃত মাহামুদ মিয়ার স্ত্রী খাদিজ বেগম (৪৫)।

স্থানীয়রা জানান, বিকেলে কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ড্রাইভার হিটলার শেখ (৩৫) নিহত ও ২৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমির আলি (৬৫) ও খাদিজ বেগম (৪৫) মারা যান। আহতদের ফরিদপুর মেডিকেল এবং গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুরে নসিমন উল্টে কমল বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত কমল মুকসুদপুর উপজেলার কলিগ্রামের পাগল চান বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাকারিয়া ও সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুর রহমান জোয়াদ্দার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।