সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে ১৯৬৪ সালে প্রণীত ক্যাডেট কলেজ অর্ডিন্যান্স সংশোধন করে বাংলাদেশ ক্যাডেট কলেজ বিল, ২০১৭ পাস হয়। এর মধ্য দিয়ে ‘পূর্ব পাকিস্তান’ ও ‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান’ শব্দ মুক্ত হলো বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো।
এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আইনসুল হক বিলটি উত্থাপন করলে তা কন্ঠ ভোটে পাস হয়।
এই বিলের আইনে সরকারি প্রজ্ঞাপন দ্বারা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কলেজ পরিচালনা পদ্ধতি, জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি কলেজ কর্তৃক উপযুক্ত বিষয়ে পাঠদানসহ ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদানের অধিকার দেওয়া হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ক্যাডেট কলেজ অর্ডিন্যান্স ১৯৬৪ দ্বারা বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহ পরিচালিত হচ্ছে। অর্ডিন্যান্সের মুখবন্ধে ‘পূর্ব পাকিস্তান ও ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান’, শব্দাবলীর উল্লেখ এখনও বলবৎ রয়েছে, যা বাংলাদেশের সংবিধান ও স্বাধীন স্বত্তার সঙ্গে অসংগতিপূর্ণ। বাংলাদেশ (অ্যাডাপটেশন অব এক্সিসটিং ল’স) অর্ডার ১৯৭২ এবং বাংলাদেশ ল’স (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) অ্যাক্ট ১৯৭৩ দ্বারা বিদ্যমান সকল আইনের প্রয়োজনীয় অভিজোন হওয়া সত্ত্বেও উল্লেখিত অধ্যাদেশে পূর্ব পাকিস্তান ও পাকিস্তান নামীয় অভিব্যক্তিসমূহ অপরিবর্তিত রয়ে গেছে।
বর্ণিত কারণে এবং হাল নাগাদকরণের প্রয়োজনে অধ্যাদেশটি দ্রুত বাংলায় পুনঃপ্রণয়নের প্রয়োজন অনুভূত হয়। ২০১৬ সালের ২০ মার্চ আইনের খসড়া চূড়ান্ত হয়। এ সময় ক্যাডেট কলেজ কেন্দ্রীয় পরিষদ ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ কাঠামো পুনর্গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসকে/এটি