কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার (৩০ জানুয়ারি) সংসদে তুললে বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই বিলের আইনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গবেষণা কার্যক্রম গ্রহণ, ইনস্টিটিউটে নতুন জাতের বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা, কৃষিতে আইসিটির প্রয়োগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদনের জন্য পঞ্জিকা তৈরি ও প্রকাশের বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, প্রয়োজনে দেশি ও বিদেশি প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করবে ইনস্টিটিউট।
এ আইনটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি গবেষণা অপরিহার্য বিবেচনায় কৃষি ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার লক্ষ্যে ‘দ্যা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অর্ডিন্যান্স-১৯৭৬’ অধ্যাদেশটি রহিত করে বাংলা ভাষায় নতুন আইন প্রণয়ন করা হয়েছে।
** স্বাধীনতার ৪৫ বছর পর ‘পাকিস্তান’ মুক্ত হলো ক্যাডেট কলেজ
** ইজিবাইকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসকে/এটি