ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে কোরাম সংকটের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
সংসদে কোরাম সংকটের অভিযোগ

সংসদ ভবন থেকে: সংসদে কোরাম সংকটের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী। সোমবার (৩০ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে অধিবেশন চলাকালে তিনি এ অভিযোগ তোলেন।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের বক্তব্য চলাকালে তাহজীব আলম সিদ্দিকী দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় স্পিকার কোরাম নেই- কোরাম নেই’।

এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সভাপতিত্ব করছিলেন।

তাহজীব আলম সিদ্দিকীর কথা শুনে স্পিকার বলেন, মাননীয় সদস্য এই মুহূর্তে ৬২ জন সদস্য উপস্থিত রয়েছেন।

তাহজীব আলম সিদ্দিকীর অভিযোগের প্রেক্ষিতে কয়েক জন সদস্য বলে ওঠেন, ‘কোরাম আছে- কোরাম আছে’। তখনই অধিবেশন কক্ষের বাইরে থাকা কয়েক জন সদস্য দ্রুত ভেতরে প্রবেশ করেন।

প্রসঙ্গত অধিবেশন চলাকালে কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে কোরাম প‍ূর্ণ হয় না।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।