ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে স্পিরিট ব্যাবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বালিয়াকান্দিতে স্পিরিট ব্যাবসায়ীকে জরিমানা

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে লাইসেন্স ছাড়া ডিনেচার্ড স্পিরিট বিক্রির অপরাধে নুরুল আমিন নামে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দার এ জরিমানা করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আমিরুজ্জামান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বালিয়াকান্দি বাজারের তালপট্টির নুরুল আমিনের হার্ডওয়ারের দোকানে অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে সংরক্ষণ করা ৫০ লিটার ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় উদ্ধারকৃত স্পিরিট জনসম্মুখে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।