ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দু’বছরে চার হাজার ইউনিয়নে যাবে অপটিক্যাল ফাইবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
দু’বছরে চার হাজার ইউনিয়নে যাবে অপটিক্যাল ফাইবার

সংসদ ভবন থেকে: আগামী দুই বছরের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৩০ জানুয়ারি) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নকে ফাইবার অপটিক্যাল কানেকটিভিটির আওতায় আন‍ার পরিকল্পনা রয়েছে আমাদের।

গত ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১৯শ’ কোটি টাকার বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদন দিয়েছেন।

তিনি আরো বলেন, দেশের জনগণ আজকে ৫ হাজার ২৭৩টি ডিজিটাল সেন্টারে ২০০ রকম সেবা পাচ্ছে। এই সেন্টারগুলো থেকে প্রতি মাসে ৬০ লাখ জনগণ সেবা নিচ্ছে। আমরা ছয়শো মোবাইল অ্যাপ্লিকেশন করেছি। বাংলাদেশে এখন প্রায় ১০ কোটি মোবাইল সেট মানুষের হাতে হাতে রয়েছে। এই ১০ হাজার মোবাইল সেট গড়ে প্রায় পাঁচ হাজার টাকা করে মূল্য ধরলেও এগুলোর দাম হয় প্রায় ৫০ হাজার কোটি টাকা। এখন আমরা শুধু শ্রমনির্ভর অর্থনীতির উপর দাঁড়িয়ে না- একটি মেধাভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। আমরা এখন গবেষণায় জোর দিচ্ছি।

তিনি বলেন, সরকারের আট বছরের ব্যবধানে ২৬ মিলিয়ন ডলারের আইটি এক্সপোর্ট বেড়ে আজকে দাঁড়িয়েছে ৭০০ মিলিয়ন ডলারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। ২০১৮ সাল নাগাদ আইটি সেক্টর থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয় আসবে বাংলাদেশে।

** কৃষিখাতে গবেষণার সুযোগ বাড়াতে সংসদে বিল
** স্বাধীনতার ৪৫ বছর পর ‘পাকিস্তান’ মুক্ত হলো ক্যাডেট কলেজ
** সংসদে কোরাম সংকটের অভিযোগ
** ইজিবাইকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।