ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
খিলক্ষেতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু বকর সিদ্দিক নিলয় (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিলয় পুরান ঢাকার গেন্ডারিয়া এসকে দাস রোড এলাকার শাহাদত আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান।

আলমগীর হোসেন নামে এক পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে রাস্তা পার হওয়ার সময় চলন্ত যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

নিহত নিলয়ের চাচাতো ভাই এহতেসাম বাংলানিউজকে বলেন, শান্তিনগরে একটি বেসরকারি কলেজে বিবিএ’র ছাত্র ছিলেন নিলয়। পাশাপাশি উত্তরার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন তিনি।

নিহত নিলয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেডএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।