সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর খিলগাঁওয়ের নাগদারপাড়া এলাকায় বাসটি সড়ক থেকে ছিটকে আনুমানিক ৩০-৩৫ ফুট নিচের খাদে পড়ে যায়। স্বাধীন এক্সপ্রেস মোহাম্মদপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার রুটে চলাচল করে।
নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি গাড়ির চালক জসিম উদ্দিন (৩৫)। আর দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৮৮৯৫। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। ওসিই বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত দু’জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। তারা ক্রেন দিয়ে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুঁই। মধ্যরাতে সেখানে দায়িত্বরত জুঁই সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১০দিকে বাসটি খাদে পড়ে যায়। উদ্ধার তৎপরতা চলছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ রাস্তায় শুধু দুর্ঘটনা নয়। চুরি, ছিনতাই, ডাকাতির মতো বড় বড় ঘটনাও ঘটে। তবে খিলগাঁওয়ের নাগদারপাড়া এলাকাটিকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়েছে। এখন সিটি কর্পোরেশনের তরফে এ রাস্তার পাশে লাইটিং সিস্টেমের ব্যবস্থা করা প্রয়োজন। খাদ থেকে বাসটিকে ওঠাতে দায়িত্বরত ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের স্টেশন কমান্ডার রাওফুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সসহ মোট ৪টি গাড়ি এখানে বাসের উদ্ধার কাজ চালাচ্ছে।
তিনি বলেন, আমরা বাসটির সবগুলো সিট দেখেছি কোথাও কোনো মরদেহ পাইনি। তবে বাসটি ৪ থেকে ৫ ফিট পানির গভীরে ডুবে আছে। সেখানেও কোনো মানুষের মরদেহের চিহ্ন পাওয়া যায়নি।
ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, যে ৬ জনকে ভর্তি করা হয়েছে, তাদের শরীরের বিভিন্ন জায়গা কেটে-ছিলে গেছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭/আপডেট ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১
এজেডএস/ওএফ/এইচএ/