সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জাফর আলী রিকশাচালক।
দুর্ঘটনার পর তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রবিউলকে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসা দেওয়া হচ্ছে জাফর ও ইসমাইলকে। তবে জাফরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী পথচারী গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, সাতরাস্তায় ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিল জাফরের রিকশাটি। এসময় পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিন জনই ছিটকে গিয়ে আহত হন। পরে তাদের ঢামেকে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রবিউলের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজেডএস/এইচএ/