ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
নোয়াখালীতে অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

নোয়াখালী: অর্থ আত্মসাতের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মফিজুল ইসলাম খোকন (৪৫) নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী জেলা।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালী শহরের মাইজদী কোর্ট এলাকা থেকে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হোসাইন শরীফ তাকে গ্রেফতার করেন।  

গ্রেফতার মফিজুল ইসলাম খোকন ইউসিবির চাঁদপুর শাখায় (ক্যাশ) কর্মকর্তা হিসেবে কর্মরত।

তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হোসাইন শরীফ জানান, ইউসিবি’র  ফেনী শাখার এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা আত্মসাতের মামলার এজাহারভুক্ত আসামি মফিজুল। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে ব্যাংকের ফেনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান, মফিজুল ইসলামসহ ছয়জন মিলে ওই টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মফিজুল ইসলামকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা সুধারাম থানায় হস্তান্তর করেছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।