মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে রহমতপুর এলাকার কামিনী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু'জনের নাম জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, প্রাইভেটকারটি খুলনা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে কামিনী পেট্রোল পাম্পের সামনে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও অপর ২ জন আহত হন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।
মরদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএস/বিএস/এসএইচ