ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে আখতার ফার্নিচারের কারখানায় ভয়াবহ আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
মানিকগঞ্জে আখতার ফার্নিচারের কারখানায় ভয়াবহ আগুন মানিকগঞ্জে আখতার ফার্নিচারের কারখানায় আগুন

সাভার (ঢাকা): মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আখতার ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিংগাইরের ফোর্ডনগর এলাকায় আখতার ফার্নিচার কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে মানিকগঞ্জ, সিংগাইর, মিরপুর ও সাভার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি মিজানুর রহমান জানিয়েছেন, আশুলিয়া ইপিজেডে খবর দেওয়া হয়েছে।

সেখানে থেকে কিছুক্ষণের মধ্যেই আরো দু’টি ইউনিট এসে আগ‍ুন নেভানোর কাজে যোগ দেবে।

দগ্ধদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লিটন আহমেদ জানান, আগুন নেভানোর চেষ্টা কর‍া হচ্ছে। তবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বংশী নদীর পাড়ে গড়ে ওঠা ফার্নিচার তৈরির ওই কারখানার একটি ফ্লোরে ম্যাট্রেক্স তৈরি হতো। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ম‍ুহূর্তে ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু শ্রমিক দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।