ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারীরা সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার

রীনা আকতার তুলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
নারীরা সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার সাইবার অপরাধ (প্রতীকী)

ঢাকা: আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। ব্যবহারের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের প্রবণতাও। সংখ্যালঘু নির্যাতন, শিশু হত্যার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটছে সাইবার অপরাধের জের ধরে। সাইবার অপরাধে জড়িয়ে পড়ছেন নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ। আর অপরাধের শিকার বেশি হচ্ছেন নারীরা।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে নারীর ছবি ও পর্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে প্রতিদিন। চাঞ্চল্যকর কিছু ঘটনা সামনে এলেও সাইবার অপরাধের শিকার অনেক নারীর ঘটনাই থাকছে অজানা।

সংখ্যালঘুদের নির্যাতনে যেমন বেছে নেওয়া হয়েছে এই মাধ্যম তেমনি শিশু হত্যার মতো ঘৃণ্য অপরাধও ঘটেছে সাম্প্রতিক সময়ে।

অপরাধ দমনে সরকার সতর্ক এবং কঠোর অবস্থানে থাকলেও সাইবার স্পেসে বিভিন্ন রকম অপরাধ সংঘটিত হচ্ছে প্রতিনিয়তই। আর এ কারণে প্রযুক্তিগত অপরাধ নিয়ে মানুষের উদ্বিগ্নতাও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাইবার অপরাধের বিষয়ে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, ‘একটি মেয়ে যখন সাইবার অপরাধের শিকার হন, তখন পরিবার ও সমাজ তাকেই বেশি দায়ী করে। এ সময় যদি কোনো ভিকটিম নারী আইনের আশ্রয় নিতে চান, সেক্ষেত্রেও ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার থেকে বাধা দেওয়া হয়। এতে করে অপরাধী আরও উদ্বুদ্ধ হন। বর্তমানে নারীরাই সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ’

ভিকটিম নারীর জন্য পারিবারিক সহায়তার গুরুত্ব দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, ‘এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক ও সামাজিক সহযোগিতা। এছাড়া সাইবার অপরাধ দমনে নারীর সাহসিকতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। ’

ফরিদা ইয়াসমিন ভিকটিম পরিবারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাইবার অপরাধের শিকার হলে কোনো নারী যেন তা চেপে না রাখেন। তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন তিনিই। এতে অপরাধী পার পেয়ে যাবেন এবং ওই অপরাধী আরও অপরাধ করবেন। এজন্য অন্য নারীদের বাঁচাতে ভিকটিম নারীকেই এগিয়ে আসতে হবে। ’

এ বিষয়ে অপরাধ বিশ্লেষক আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, ‘কু-মনস্তাত্ত্বিক কারণেই এই অপরাধ দিন দিন বাড়ছে। এছাড়া অপরাধ সংগঠিত হওয়ার পর চাপিয়ে রাখার কারণেও অপধারীরা উদ্বুদ্ধ হচ্ছেন।

তিনি আরও বলেন, ‘একজন নারীকে সর্বপ্রথম মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। তবেই এই অপরাধ অনেকাংশে কমবে। এছাড়া পুরুষদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ’

এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব সিগমা হুদা বাংলানিউজকে বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নারীরাই সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন। আমাদের সমাজে পুরুষেরা মেয়েদের টার্গেট করে ফাঁদ পাতে। মেয়েদের শিকার মনে করে। এটা মানসিক রোগ। এটি থেকে পুরুষদের বেরিয়ে আসতে হবে। দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন করতে হবে। ’

২০১৩ সালের ২৮ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল গঠন করার পর তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় সংগঠিত অপরাধের বিচার শুরু হয়। ওই বছর সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা হয় ১৩টি। ২০১৪ সালে ৩০টি, ২০১৫ সালে ১৫২টি এবং ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত ৯৯টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭

আরএটি/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।