মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের এসি বগির ছাদের উপরে থাকা চেম্বারে বিশেষ কায়দায় রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের 'ক' বগির ছাদের উপরে থাকা সাতটি পলিথিনের পুটলি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ