ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে পিকআপভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
কটিয়াদীতে পিকআপভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় সাজিদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার কাঠমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ পৌরসভার পূর্বপাড়া গ্রামের সেলিম মাস্টারের ছেলে। সে কটিয়াদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্র জানায়, সকালে সাজিদ বাজিতপুর উপজেলার সরারচর থেকে মোটরসাইকেলে করে কটিয়াদী আসছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার কাঠমহল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজিদের মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।