নিহত সাজিদ পৌরসভার পূর্বপাড়া গ্রামের সেলিম মাস্টারের ছেলে। সে কটিয়াদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্র জানায়, সকালে সাজিদ বাজিতপুর উপজেলার সরারচর থেকে মোটরসাইকেলে করে কটিয়াদী আসছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার কাঠমহল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজিদের মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ