মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলা একাডেমি ও বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, বইমেলা বাঙালিদের বড় উৎসব।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা তিনটি স্থানে নিরাপত্তা কর্মীরা কঠোর অবস্থানে থাকবে। বইমেলা, দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি, শাহবাগ এবং নীলক্ষেত কেন্দ্রিক নিরাপত্তা জোরদার থাকবে। সেখান থেকেই মূলত তল্লাশি শুরু হবে।
সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব, ডগ স্কোয়াড, গোয়েন্দা ইউনিট, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং সোয়াত স্ট্যান্ডবাই থাকবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে ২টি প্রবেশ গেট, ১টি বাইরে যাওয়ার গেট; সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি প্রবেশ গেট ও ৩টি বাইরে যাওয়ার গেটসহ পুরো মেলা সিসি ক্যামেরার আওতায় থাকবে, যা ৩টি কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।
সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বাহিনীগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান সমন্বয়ক মনিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসটি/আরআর/এসএইচ