ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ৬ টন জাটকা জব্দ, ২১ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
শরীয়তপুরে ৬ টন জাটকা জব্দ, ২১ জনের জরিমানা ৬ টন জাটকা জব্দ, ২১ জনের জরিমানা-ছবি:বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুরে জাটকা বহনের দায়ে ২১ জনকে ৫ হাজার করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ জরিমানা করেন।

এর আগে সকাল ৬টায় সদর উপজেলার বুড়িরহাট বাসস্ট্যান্ড থেকে ৬ টন জাটকা জব্দ ও ২১ জনকে আটক করে মাদারীপুর র‌্যাব-৮।

যাদের জমিরমানা করা হয়েছে তারা হলেন-সাইফুল মোল্যা, জাহের দেওয়ান, জহির মাঝি, শহিদুল ইসলাম, মোসলেম দেওয়ান, আবু তাহের সরদার, মোহাম্মদ আলী পাটওয়ারী, আলী সরদার, মনির হোসেন, শুকুর আলী, ইসমাইল হাওলাদার, আলামিন বেপারী, ওবায়দুর রহমান, আবু সুফিয়ান, আনোয়ার মালত, জসিম মাদবর, ফোরহাদ হাওলাদার, সোহাগ বেপারী, শামীম বেপারী, দেলোয়ার হাওলাদার ও বিল্লাল খাঁ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট বাসস্ট্যান্ড থেকে ১৪টি নছিমনে ২৮টি ঝুড়ি ভর্তি ৬ টন জাটকাসহ ২১ জনকে আটক করে মাদারীপুর ৠাব-৮-এর একটি দল।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা বহনের দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। মাছগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।