মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শাহাদত হোসেন বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বংশী নদীর পাড়ে গড়ে ওঠা ফার্নিচার তৈরির ওই কারখানার একটি ফ্লোরে ম্যাট্রেক্স তৈরি হতো। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে।
আগুনে ৪ জন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থায়ীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল পরির্দশন করে আখতার গ্রুপের চেয়ারম্যান কে এম আখতারুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে কাজ বন্ধ ছিল।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএসপি) সার্কেল পুলিশ সুপার সামছুদ্দিন বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ
** মানিকগঞ্জে আখতার ফার্নিচারের কারখানায় ভয়াবহ আগুন