ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে আখতার ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
মানিকগঞ্জে আখতার ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে আখতার ফার্নিচার কারখানায় আগুন-ছবি:বাংলানিউজ

মানিকগঞ্জ (ঢাকা): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় আখতার ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শাহাদত হোসেন বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে মানিকগঞ্জ, সিংগাইর, মিরপুর ও সাভার থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখানো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বংশী নদীর পাড়ে গড়ে ওঠা ফার্নিচার তৈরির ওই কারখানার একটি ফ্লোরে ম্যাট্রেক্স তৈরি হতো। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ম‍ুহূর্তে ছড়িয়ে পড়ে।

আগুনে ৪ জন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থায়ীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল পরির্দশন করে আখতার গ্রুপের চেয়ারম্যান কে এম আখতারুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে কাজ বন্ধ ছিল।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএসপি) সার্কেল পুলিশ সুপার সামছুদ্দিন বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ
** মানিকগঞ্জে আখতার ফার্নিচারের কারখানায় ভয়াবহ আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।