ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
শার্শায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

বেনাপাল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শার্শার বাগআচড়া ফাঁড়ির পুলিশ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে শার্শার শ্যামলাগাছি ও পশ্চিমকোটা গ্রামে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন-পশ্চিমকোটা গ্রামের আদম আলী সরদারের ছেলে আকসেদ আলী সরদার (৪৩) ও শার্শার বুরুজবাগান গ্রামের কেয়ামত আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৪)।

পুলিশ জানায়, শার্শা সীমান্তের কয়েকটি স্থানে মাদক বেচা-কেনা চলছিল। খবর পেয়ে পুলিশের দু’টি দল শ্যামলাগাছি ও পশ্চিমকোটা গ্রামে অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করে। এসময় আদম আলীর কাছে ৫০০ গ্রাম গাঁজা ও সাইদুলের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজেডএইচ/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।