ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
রাজধানীতে স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় ছুরিকাঘাতে রিদওয়ান ইসলাম বিভোর (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে খুনের ঘটনায় ঘাতক আলামিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।

ফরিদ উদ্দিন বলেন, সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ বাসার সামনেই খেলছিলো বিভোর। একই বাসার অন্য বাসিন্দা আলামিন এসে কিছু বুঝে ওঠার আগেই বিভোরের পেটে ছুরিকাঘাত করেন।

পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাতেই খুনি আলামিন পালিয়ে যাচ্ছে বলে এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

আলামিন মাদকাসক্ত ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত হয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে বিভোরকে খুন করা হয়েছে।

আলামিনকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে বলে জানান ডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

রিদওয়ান যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে ও নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
পিএম/ওএইচ/পিসি

**
যাত্রাবাড়ীতে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।