মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পৃথকভাবে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের দিরাজ আলীর ছেলে বাবু মিয়া (৪৫), গোলাম রব্বানী (৪৭), এনামুল হক (৩৫), বাবু মিয়ার ছেলে সাব্বির আহম্মেদ (১৮), গোলাম রব্বানীর ছেলে ফারুক হোসেন (২৭), ঝিনাই গ্রামের হাফিজার রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫), আড়কাটিয়া গ্রামের আজাহার আলীর ছেলে শাহাদৎ হোসেন (৪৪), মকবুল হোসেনের ছেলে হযরত আলী (৩৫) ও মহির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫৫)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জমি নিয়ে মারপিটের ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/